Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
চুনারুঘাট উপজেলা
Details

চুনারুঘাট উপজেলাতে শষ্য শ্যামলা অনেক ধরনের গাছ গাছালি এবং সবুজ ধানের প্রাকৃতিক সোর্ন্দায্য ভরা একটি  উপজেলা এবং প্রত্যক বছরে ধান শষ্যর সাথে সাথে অনেক ধরনের সবজি চাষ করে এখানকার কৃষক চাষীরা এবং এর সাথে সাথে বেকারত্ব দুর হচ্ছে অনেক বেকারের।

চুনারুঘাট উপজেলা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।  এই উপজেলার দক্ষিণে ভারত ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা, উত্তরে হবিগঞ্জ সদর উপজেলা ও বাহুবল উপজেলা , পূর্বে ভারত ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা এবং পশ্চিমে মাধবপুর উপজেলা। অতি প্রাচীনকালে (খোয়াই) নদীপথে প্রচুর চুনা পাথর আসত। ব্যবসায়ীগণ এখানে এসে চুনা পাথর ক্রয় বিক্রয় করতেন। প্রথমে লোকে বলত চুনা পাথরের ঘাট, পরে এটি হয়ে যায় ঐতিহ্যবাহী জনপদ চুনারুঘাট।

চুনারুঘাট উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -

  1. গাজীপুর ইউনিয়ন
  2. আহম্মদাবাদ ইউনিয়ন
  3. দেওরগাছ ইউনিয়ন
  4. পাইকপাড়া ইউনিয়ন
  5. শানখলা ইউনিয়ন
  6. চুনারুঘাট ইউনিয়ন
  7. উবাহাটা ইউনিয়ন
  8. সাটিয়াজুরী ইউনিয়ন
  9. রাণীগাঁও ইউনিয়ন এবং
  10. মিরাশী ইউনিয়ন

এই উপজেলার মোট জনসংখ্যা ২,৬৭,০২০ জন (প্রায়), এর মধ্যে পুরুষ ১,৩৫,১২০ জন এবং মহিলা ১,৩১,৯০০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রায় ৪৭২ জন/ বর্গকিমি। শিক্ষার হার ৪৮%