চুনারুঘাট উপজেলাতে হাপ্টা বিলটি অবস্থিত এটি একটি সৌর্ন্দয্য ভরা একটি বিল। এ বিলটি দেখার জন্য এ উপজেলা ছাড়াও বহিরাগত অনেক পর্যটক এ বিলটি দেখতে লোকজন আসে। এ বিলটি বর্ষাকালে আরো নিজ সাজে নতুন ভাবে সজ্জিত হয়। হাওর-বাঁওড় আর চায়ের দেশে পর্যটন শিল্পের বিকাশ ও সারাবিশ্বে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে সরকার ২০১৬ সালকে ‘পর্যটন বর্ষ’ ঘোষণা করেছে। সরকারি এ উদ্যোগের পাশাপাশি আমরাও নিয়েছি বছরব্যাপী বাংলাদেশকে তুলে ধরার ধারাবাহিক আয়োজনের পসরা। এরই ধারাবাহিকতায় চতুর্থ পর্বে আসুন ঘুরে বেড়াই হাওর-বাঁওড় আর চায়ের দেশে, যেখানে তুলে ধরা হয়েছে সিলেট বিভাগের তিন জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজা ও হবিগঞ্জকে। তার মধ্যে হবিগঞ্জ অন্যতম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS