খেলাধূলা ও বিনোদন
হবিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গন
হবিগঞ্জ একটি মফস্বল জেলা হলেও ক্রীড়াঙ্গনে অনেক গৌরব উজ্জল ইতিহাস রয়েছে। বর্তমানে অবকাঠামোগত ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব থাকলেও সেই গৌরব ধরে রাখা সম্ভব হয়েছে। আর জেলার ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
হবিগঞ্জ লন টেনিস ক্লাবের একাংশ লন টেনিস টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
অতীত ইতিহাস
হবিগঞ্জ একসময়ে ফুটবল ও এথলেটিক্সে সমৃদ্ধি ছিল। জেলার বেশকিছু উল্লেখযোগ্য ক্লাবও ছিল। বৃটিশ ও পাকিস্তান আমলে কলকাতার ইস্টবেঙ্গল এবং মোহন বাগান ক্লাবের সাথে পল্লা দিত এখানকার মোহামেডান ও টাউন ক্লাব। কলকাতা ও ঢাকা লীগে হবিগঞ্জের ফুটবলাররা নিয়মিত অংশ নিতেন। এদের মধ্যে মরহুম মৌলদ হোসেনের খেলা সকলের মন কাড়তে সক্ষম হয়। ৭০ ও ৮০র দশকে দেশ সেরা ডিফেন্ডার ছিলেন হবিগঞ্জের মোক্তার হোসেন। জাতীয় দলের পক্ষে তিনি বহু দেশ সফর করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য।
এথলেটিক্সেও হবিগঞ্জের অনেক গৌরবগাথা রয়েছে। দেশের শ্রেষ্টত্ব অর্জন করেছেন অনেক এথলেট। স্কুল ফুটবলে খেলাধুলার জন্য বিখ্যাত হবিগঞ্জের জে,কে, এন্ড এইচ, কে, উচ্চ বিদ্যালয় পশ্চিম পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাধুলায় স্কুলটি এখনও সিলেট বিভাগের শীর্ষে।
জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হবিগঞ্জের কৃতি খেলোয়াড় মুক্তার
নাজমুল
বর্তমান অবস্থাঃ
খেলাধুলা সৌখিনতার পর্যায় অতিক্রম করে পেশাদারী পর্যায়ে চলে গেছে। কিন্ত হবিগঞ্জ শিল্প ও বানিজ্য শহর না হওয়ায় ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। মাঠের সমস্যা সবচেয়ে বড়। তারপরও এই মাটির সন্তান নাজমুল হোসেন জাতীয় ক্রীকেট দলে হবিগঞ্জের প্রতিনিধিত্ব করছেন। অনুর্ধ ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন সিরাজুল্লাহ খাদেম নিজু। বর্তমানে অনুর্ধ ১৭ দলে রয়েছেন এম,এর,রুনু। টেবিল টেনিসে বরাবরই হবিগঞ্জ দেশের প্রধান ৮টি দলের মধ্যে রয়েছে। জয়নাল আবেদীন তপু সারা দেশে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। বর্তমানে জাতীয় টেবিল টেনিসে সিলেট বিভাগের ৪ টি জেলারই দল গঠন করা হয় হবিগঞ্জের খেলোয়ারদের নিয়ে।
ক্লাবের নাম ঠিকানা মোবাইল
১. ইয়াং ব্রাদার্স ক্লাব কোর্ট স্টেশন ০১৭১৭৪৪৭৩২২
২. গ্রীন স্পোর্টিং ক্লাব রাজনগর ০১৮১৮১৫৮২৭২
৩.অনুশীলন ক্রিকেট ক্লাব কালীবাড়ি রোড ০১৭৩৭৯৬২৭৮৪
৪. মডার্ণ ক্রিকেট ক্লাব বহুলা ০১৭১৬১৯২৫২৫
৫. মালঞ্চ ক্রিকেট ক্লাব চৌধুরি বাজার ০১৭১২৯৪১৪৯৯
৬. শাপলা সংসদ মুসলিম কোয়ার্টার ০১৭১২৯৭১৮৬৫
৭. দিগন্ত ক্রীড়া চক্র স্টাফ কোয়ার্টার ০১৭১৭২৬৬৫২৮
৮. নব জাগরন ক্লাব বগলা বাজার ০১৭১৭৮৮৯২০৪
৯. উত্তরন সংসদ পুরান মুন্সেফি ০১৬৭৬১৪৮৭৭৪
১০. টপ ইন টাউন রাজনগর ০১৮১৮১৫৮২৭২
১১. এস.এম.পুর জাগরণ সুলতান মাহমুদপুর ০১৭১৯৮৯৬৪১৯
১২. রুপালি ক্রিকেট ক্লাব শায়েস্তাগঞ্জ
১৩. ইয়ং ম্যানস সিনেমা হল এলাকা ০১৭১১১৭৬১১১
১৪. জিহাদ সংসদ রাজনগর
১৫. অন্তরঙ্গ ক্রিকেট ক্লাব বহুলা
১৬. বি কে সি সি পৈল পৈল
১৭. অনিক সংসদ মাস্টার কোয়ার্টার ০১৭১৭৪৪৭৩৩৭
১৮. শেখ রাসেল ক্রীড়া চক্র কালীগাছ তলা
১৯. সবুজ কলি ইনাতাবাদ
২০. এভারগ্রীন রাজনগর ০১৮১৮১৫৮২৭২
২১. স্বর্ণালী ক্লাব মাহমুদাবাদ ০১৭১১০৬৪৭৯২
২২. শ্রীমতপুর একাদশ শ্রীমতপুর
২৩. মোহনপুর ক্রিকেট ক্লাব মোহনপুর
২৪. উদীয়মান ক্লাব বহুলা ০১৭১৬১৯২৫২৫
২৫. শ্যামলী এস. সি শ্যামলী ০১৭১২৯১৬২৪৫
২৬. উমেদনগর একাদশ উমেদনগর
২৭. ন্যাশনাল ক্রিকেট ক্লাব গার্নিং পার্ক
২৮. বানিয়াচং একাদশ বানিয়াচং
২৯. ফিদা ক্রিকেট ক্লাব চৌধুরী বাজার ০১৭১২৯৪১৪৯৯
৩০. রিহাব নাব্বি ক্লাব চৌধুরী বাজার ০১৭১২৯৪১৪৯৯
৩১. ইউনিটি ক্রিকেট ক্লাব বদিউজ্জামান খান সড়ক
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS