সিলেট হচ্ছে বার আউলিয়ার স্থান এর মধ্যে চুনারুঘাট উপজেলাতে মাজার শরীফগুলো এর মধ্যে, চন্ডি ছড়া মাজার শরীফ । এ মাজার শরীফ তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট এর মাঝামাঝি চন্ডিমোড় এ অবস্থিত। এ উপজেলাতে মাজার শরীফ আরো অনেক রয়েছে।
চুনারুঘাট উপজেলা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।
এই উপজেলার দক্ষিণে ভারত ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা, উত্তরে হবিগঞ্জ সদর উপজেলা ও বাহুবল উপজেলা , পূর্বে ভারত ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা এবং পশ্চিমে মাধবপুর উপজেলা।
অতি প্রাচীনকালে (খোয়াই) নদীপথে প্রচুর চুনা পাথর আসত। ব্যবসায়ীগণ এখানে এসে চুনা পাথর ক্রয় বিক্রয় করতেন। প্রথমে লোকে বলত চুনা পাথরের ঘাট, পরে এটি হয়ে যায় ঐতিহ্যবাহী জনপদ চুনারুঘাট।
চুনারুঘাট উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -
গাজীপুর ইউনিয়ন
আহম্মদাবাদ ইউনিয়ন
দেওরগাছ ইউনিয়ন
পাইকপাড়া ইউনিয়ন
শানখলা ইউনিয়ন
চুনারুঘাট ইউনিয়ন
উবাহাটা ইউনিয়ন
সাটিয়াজুরী ইউনিয়ন
রাণীগাঁও ইউনিয়ন এবং
মিরাশী ইউনিয়ন
এই উপজেলার মোট জনসংখ্যা ২,৬৭,০২০ জন (প্রায়), এর মধ্যে পুরুষ ১,৩৫,১২০ জন এবং মহিলা ১,৩১,৯০০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রায় ৪৭২ জন/ বর্গকিমি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস