Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
'শেখ রাসেল পদক ২০২৩' এর জন্য আবেদন আহ্বান
বিস্তারিত
আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস-২০২৩’  উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর/কিশোরী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ-উদ্দীপনা যোগানো ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদান করার নিমিত্ত অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে
আবেদনের লিংকঃ
   


 পুরস্কার প্রদানের ক্ষেত্রসমূহঃ
  • ১. শিক্ষা (ব্যক্তি)
  • ২. বিজ্ঞান ও প্রযুক্তি (ব্যক্তি)
  • ৩. ক্রীড়া (ব্যক্তি)
  • ৪. প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর (ব্যক্তি)
  • ৫. শিল্পকলা ও সংস্কৃতি (ব্যক্তি)
  • ৬. ক্ষুদে প্রোগ্রামার (ব্যক্তি)
  • ৭. ক্ষুদে উদ্ভাবক (ব্যক্তি)
  • ৮. ক্ষুদে লেখক (ব্যক্তি)
  • ৯. ডিজিটাল স্কুল (প্রতিষ্ঠান)
  • ১০. ডিজিটাল এক্সিলেন্স (প্রতিষ্ঠান)


পুরস্কার পরিকল্পনায় বিবেচ্য গুরুত্বপূর্ণ বিষয়াবলীঃ
  • ১. আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
  • ২. আবেদনপত্র বাতিলের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক বাতিল করতে হবে;
  • ৩. কোনো পুরস্কারের ক্ষেত্রে কাঙ্ক্ষিত মানসম্পন্ন কোনো আবেদন পাওয়া না গেলে, সেক্ষেত্রে ঐ শ্রেণিতে পুরস্কার প্রদান ঐ বছরের জন্য স্থগিত থাকবে;
  • ৪. পুরস্কার প্রদানের ক্ষেত্রে আবেদনের বছর হতে পূর্ববর্তী সর্বাধিক ০৩ ক্যালেন্ডার বছরের (জানুয়ারী- ডিসেম্বর) কর্মকাণ্ড বিবেচনায় নিতে হবে;
  • ৫. শেখ রাসেল পদক নীতিমালা– ২০২২ এ উল্লিখিত মূল্যায়ন ছক অনুসরণপূর্বক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে;
  • ৬. মূল্যায়নের সকল ক্ষেত্রে প্রমাণক বিবেচনায় নিতে হবে;
  • ৭. শেখ রাসেল পদক এর কোনো ক্ষেত্রে একবার পুরস্কার প্রাপ্ত হলে, পরবর্তীতে পুরস্কারপ্রাপ্ত ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান ঐ একই উদ্ভাবন বা অবদানের জন্য আর বিবেচিত হবেন না;
  • ৮. ব্যক্তিগত ক্ষেত্রে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারবেন, তবে একজন আবেদনকারী একটি ক্ষেত্রে একবারই আবেদন করতে পারবেন।
  • ৯. প্রাতিষ্ঠানিক আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে আবেদন করতে হবে;
  • ১০. এই পুরস্কার কার্যক্রমের সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; এবং
  • ১১. সময়ে সময়ে যথাযথ কর্তৃপক্ষ মূল্যায়ন ছক এবং আবেদন ফরম সংযোজন, বিয়োজন এবং পরিবর্তন করতে পারবে।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
07/05/2023
আর্কাইভ তারিখ
31/12/2023