চুনারুঘাট উপজেলায় প্রথমবারের মত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কে ওয়াই-ফাই আওতাভূক্ত করা হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এ কার্যালয়কে ওয়াই-ফাই আওতাভূক্ত করা হয়েছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর জানান। এর মাধ্যমে তারবিহীন ইন্টারনেট সুবিধা উপভোগ করা যায় বলে অন্যান্য কর্মকর্তাগণের মধ্যেও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট কর্মকর্তাগণের তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতি আগ্রহের কথা বিবেচনা করে ক্রমান্বয়ে সম্পূর্ণ উপজেলা পরিষদ এলাকা ওয়াই-ফাই সুবিধার আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস